জেনেনিন কিভাবে Nimbuzz ID / একাউন্ট খুলতে হয়

আসসালামু য়ালাইকুম। প্রথমে একটু ক্ষমা ছেয়ে নিচ্ছি পোস্টটি দেরিকরে লিখার জন্য। আমাকে অনেকেই ফোন করে অনুরুধ করেছিলেন কিভাবে নিম্বাজ একাউন্ট/আইডি খুলা যায় তা নিয়ে জেন একটা পোষ্ট লিখি। কিন্তু আমি মডার্ন টেকনোলজি সেন্টারে বিভিন্ন কাজে বেস্ত থাকায় সময় দিয়ে লিখতে পারিনি (আমি খুবি দুঃখিত)। তাই আজ বসেই পরলাম লিখার জন্য......
এই পোষ্ট টি যারা জানেননা (নতুন) সুধু মাত্র তাদের জন্য। যদিও কথাও এই ধরনের পোষ্ট নেই।
তাহলে চলুন সিখেফেলি কিভাবে Nimbuzz Id বানাতে হয়।

প্রথমে Nimbuzz সফটওয়্যার টি আপনার কম্পিউটার বা মোবাইলে ইনস্টল করুন। এবার নিম্বাজ ওপেন করুন। (সফটওয়্যার এর ভার্সন এর বেবদানের কারনে প্রোগ্রাম একটু বেশকম হতে পারে। তবে একটু মেইন ধাপ গুলো পার করতে পারলেই নিম্বাজ আকাউন্ট খোলা সম্ভব।)
এবার Create account এ ক্লিক করুন।






















যদি আপনার মোবাইল নাম্বার চায় তাহলে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি দিন। এবং Next বাটনে ক্লিক করুন।















বন্ধুরা এবার যে নতুন উইন্ডোজ টি আসল, (নিচের ছবিটি লক্ষ করুন) এখানেই হল লক্ষণীয় বিষয়। Username এর জায়গায় এসেই সবাই থমকে যায়। কারন যে নামই দেয়া হয় একসেপ্ট করে না।
















তবে হা! আমি আজ একসেপ্ট করাব। চলুন কিভাবে এই ফ্রমটি ফুরন করা যায় দেখি।
(যারা মোবাইল দিয়ে আইডি খুলছেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন ও হতেপারে যা এই পোষ্টের নিচে আলোচনা করেছি। ভালকরে লক্ষ করুন) 


Choose Username এর যায়গায় একটি বড় নাম দিন। এতে একসেপ্ট নাও করতে পারে যদি আপনার দেয়া ইউজার নেমটি কেউ ব্যাবহার করে থাকে।(যেহেতু সারা বিশ্বে এত মানুষ ব্যাবহার করাটাই সাভাবিক)

তারচেয়ে ভাল হবে আপনি যে Username ব্যাবহার করতে চান সেই নামের শেষে একটি বা দুটি গাণিতিক চিনহ দিন। যেমন আমি দিয়েছি moderntechnology+(একটি প্লাস চিনহ )। আপনার ক্ষেত্রে 2 টি চিনহ ও ব্যাবহার করতে পারেন।
এরপর নিচের 2টি বক্সে আপনার ইচ্ছে মত পাসওয়ার্ড দিন।
এবার চেক মার্কে টিক চিনহ দিন।






















picture below তে যা লিখা আছে তা লিখুন ( যেমন আমার এখানে নিচের চিত্রটির picture below তে লিখা আছে nceKe তাই আমি বক্সে লিখেছি nceke )।
Create এ ক্লিক করুন। যদি আপনি picture below এর লিখায় কোন ভুল করেন তাহলে নীচের চিত্রের মত ম্যাসেজ আসবে।
















যদি ভুল করে থাকেন তাহলে আপনি ওকে ক্লিক করেন এবং পরের আরেকটা picture below আসলে সেটি লিখুন। যদি না আসে বা আপনি ওদের লিখা বুঝতে সমস্যা হয় তাহলে Try Other Picture এর চিনহে ক্লিক করে লিখাটি চেঞ্জ করে নিতে পারেন।








সবঠিক থাকলে  Create এ ক্লিক করুন।
এবার দেখুন নিচের চিত্রের মত আপনার আইডি টি ওপেন হয়েছে।





















তার মানে আপনার নিম্বাজ একাউন্ট টি Ok হয়ে গেছে।
এখন ইচ্ছে করলে এই নিম্বাজে আপনার facebook, Google Talk, ইত্যাদি বন্ধুদের কে অ্যাড করে আপনি নিম্বাজ থেকেই চাট করতে পারবেন। আরহা নিম্বাজ টু নিম্বাজ ফ্রী ভয়েস কল ও করতে পারবেন। যদি আপনার কাছে এই সফটওয়্যার না থাকে তাহলে আপনার মোবাইল বা কম্পিউটার এর জন্য ডাউনলোড করে নিতে পারেন নিচে দেয়া ডাউনলোড লিঙ্ক গুলো থেকে।


এই পোষ্ট টি একবার দেখেনিতে পারেন >> facebook, nimbuzz, gtalk, yahoo ইত্যাদি সকল আইডির বন্ধুদের সাথে Chat (কথা) হবে একসাথে, এক সফটওয়্যার এ। তাও আবার নোতুন ভার্শনের Nimbuzz সফটওয়্যার দিয়ে।



যারা একেবারে নতুন তারা আরো বিস্তারিত জান্তে এখানে ক্লিক করুন


জাদের কাছে এই সফটওয়্যার টি নেই তারা এখনি ডাউনলোড করেনিতে পারেন

কম্পিউটারের জন্য >> 
এরপর একটি পেজ আসবে, আপনি ঐ পেজের ডানপাশ থেকে Skip লিখায় ক্লিক করুন।
এবং ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করেনিন।

মোবাইলের জন্য

Windows mobile > download করতে প্রথমে এখানে ক্লিক করুন।
এরপর একটি পেজ আসলে পেজের ডানপাশ থেকে Skip লিখায় ক্লিক করুন।
Symbian Mobile >  download করতে প্রথমে এখানে ক্লিক করুন।
এরপর একটি পেজ আসলে পেজের ডানপাশ থেকে
Skip লিখায় ক্লিক করুন।
অথবা
এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
Java Mobile > ডাউনলোড করতে "এখানে ক্লিক করুন "অথবা  
ডাউনলোড করেনিতে পারেন




যারা অনুরুধ করেছিলেন তারা এই পোষ্ট টি পরেছেন কিনা বা কাজে লেগেছে কিনা তা অবশ্যই ফুনে জানাবেন।
কোথাও বুঝতে সমস্যা হলে তাও জানাবেন।

লিখায় ভুলত্রুটি হলে সুন্দর দৃষ্টি তে দেখবেন। আল্লাহ হাফেজ।


Comments