GP Free internet 2014. এবার গ্রামীণ এর ইন্টারনেট ফ্রী চালান খুব সহজে। ১০০% কাজ করে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন মডার্ন টেকনোলজির বন্ধুরা। আমরা জানি গ্রামীণ এর ফ্রী ইন্টারনেট চালানু বর্তমানে খুবই কঠিন। তাই মডার্ন বন্দুদের জন্য আমি GP এর ফ্রী ইন্টারনেট খুব সহজে চালানুর পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এবং এই পোস্ট টি করেছি গ্রামীণ এর ফ্রী ইন্টারনেট এর মাধ্যমে।  তাহলে চলুন দেখি কিভাবে GP সিম দিয়ে কম্পিউটার এ ফ্রী ইন্টারনেট চালানু যায়। ( এই পোস্ট টি প্রকাশ এর পর মোবাইল এর ফ্রী নেট নিয়ে লিখব )।

 (আমরা ধাপে ধাপে মডেম ও নোকিয়া পিসি সুইট এর মাধ্যমে কিভাবে ফ্রী ইন্টারনেট ব্যাবহার এবং IDM এর মাধ্যমে ফুল স্পীড এ ডাউনলোড করা যায় তা শিখব)

প্রথমে এখানে ক্লিক করে  Simple Server.exe নামের সফটওয়্যার টি একটি ফোল্ডারে ডাউনলোড করুন।
এবং এখানে ক্লিক করে  Simple Server.ini নামের সফটওয়্যার টি ডাউনলোড করুন।
এবার ডাউনলোড করা সফটওয়্যার দুটি একটি ফোল্ডারে আনুন ( এক ফোল্ডারে রাখুন )।
এবার আপনার সিমে একটি প্যাকেজ চালু করুন।
তারপর সিমটি মডেমে ঢুকান।
মডেম এর মাধ্যমে ফ্রী ইন্টারনেটঃ
মডেম বা পিসি সুইট এর মাধ্যমে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করার ক্ষেত্রে শুধু এই মডেম সেটিংনোকিয়া পিসি সুইট সেটিং গুলুই লক্ষনিয়। আর বাকি সব সেটিং বা কাজ ঠিক থাকবে।

মডেম সেটিং
নিচের দেয়া চিত্র গুলো দেখে আপনার মডেম টি সেটিং করে নিন।
(মানে APN হিসেবে gpwap ব্যাবহার করুন)
এবং GP-WAP (gpwa) এ ইন্টারনেট কানেক্ট করুন।

Browser সেটিং
নিচের চিত্রের মত Browser সেটিং করুন। (manual proxy configuration > HTTP Proxy 127.0.0.1 port 8080 এবং use the proxy server for all protocols এ টিক চিনহ দিন এবং ok ক্লিক করে বেরিয়ে আসুন)

ডাউনলোড করা ফাইলঃ
এবার আপনার ডাউনলোড করা ফাইল দুটি হতে Simple Server.exe ফাইল টি তে ডাবল ক্লিক করুন।



একটি উইন্ডোজ ওপেন হবে।কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন ready........................ লিখা আসবে।



















এবার এই উইন্ডোজ টি মেনিমাইজ করে রাখুন। এবং আপনার ব্রাউজার ওপেন করে ইচ্ছামত ব্রাউজিং করুন ( প্রথম প্রথম দুইএক বার আপনার ব্রাউজারে ট্রাইএগিন দেখাতে পারে , আপনি পেজটি রিলোড দিন ।

নোকিয়া পিসি সুইট এর মাধ্যমে ফ্রী নেট
 উপরের শকল নিয়ম ঠিক রেখে শুধু মডেম সেটিং টির ক্ষেত্রে এই সেটিং টি ব্যাবহার করুন( উপরে শকল নিয়ম অনুসরন করুন মডেম সেটিং বাদে, এরপর নিচের নোকিয়া পিসি সুইট সেটিং ফলো করুন।)

নোকিয়া পিসি সুইট সেটিং :
 নিচের চিত্র গুলো দেখে  আপনার পিসি সুইট এর সেটিং টি করে নিন।
এবার উপরের সফটওয়্যার ও ব্রাউজার সেটিং করে দুমচে ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন।

IDM (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার)

IDM এর মাধ্যমে ফ্রী ডাউনলোড করার জন্য নিচের দেয়া চিত্র অনুযায়ী proxy 127.0.0.1 ও port 8080 সেটিং করে নিন।
অথবা নিচের চিত্রটি দেখুন এবং ফুল স্পীড এ IDM দ্বারা ডাউনলোড করুন।

এবার ইচ্ছা মত ডাউনলোড ও ব্রাউজিং করুন প্রান খুলে। কথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। একটু বিজি আছি তাই হয়ত দু'এক দিনের ভিতর মোবাইল এর মাধ্যমে ফ্রী চালানুর জন্য পোস্ট লিখব।
ভুল ত্রুটি হলে ভাল এবং সুন্দর দৃষ্টি তে দেখবেন।
এবং আর নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
 আল্লাহ্‌ হাফেজ।

Comments